
ঢাকাই ছবির সবচেয়ে আলোচিত অভিনেত্রী পূজা চেরি। অভিনেতা শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন, আমেরিকা যাওয়াসহ নানা কারণে শিরোনামে রয়েছেন এই অভিনেত্রী।
এদিকে, সম্প্রতি গুঞ্জন উঠেছে যে, পূজার আমেরিকা যাওয়ার বিষয়টি পুরোপুরি তদারকি করেছেন শাকিব। গুঞ্জন রয়েছে এই অভিনেতার সঙ্গে একটি সিনেমার শুটিংও করবেন পূজা। তবে এই গুজব মোটেও সত্য নয়। বরং পূজার আমেরিকা যাওয়ার পুরো বিষয়টির পেছনে কাজ করেছেন চলচ্চিত্র প্রযোজক মিজানুর রহমান।
পূজার আমেরিকা যাওয়ার পুরো বিষয়টি তদারকি করেন ‘নায়ক’ ছবির প্রযোজক মিজানুর রহমান। শুধু তাই নয়, ভিসার জন্য এই প্রযোজকের বাড়ির ঠিকানাও ব্যবহার করেছেন পূজা। মিজানুর রহমান নিজেই এ তথ্য দিয়েছেন।
এক মাসের জন্য আমেরিকা যাবে পুজো। মিজানুর রহমান বলেন, পূজার সঙ্গে শাকিবের কোনো সম্পর্ক নেই। আমি তাকে আমেরিকা আসতে সাহায্য করেছি। আগামী ২০ নভেম্বর তুরস্ক হয়ে আমেরিকায় আসবেন পূজা। ২১ ডিসেম্বর আবার ঢাকায় ফিরবেন। গতকাল (৪ অক্টোবর) টিকিট নিশ্চিত করেছেন। শাকিবের সঙ্গে সিনেমার শুটিং করার সুযোগ নেই। বিষয়টি নিয়ে নানা গুজব ও বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এতে মানসিকভাবে ভেঙে পড়েছেন পূজা।
এদিকে আগামী ১৬ অক্টোবর যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে। পূজার অংশ নেওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে সেখানে যাচ্ছেন না বলেছেন মিজানুর রহমান।