
রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডাস্টবিন থেকে সাড়ে তিন কেজি ওজনের ৩০টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের বে নম্বর-১২ এর পাশে রাখা ডাস্টবিন থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
খবরের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরের বে নম্বর-১২ এর কাছে রাখা ডাস্টবিন থেকে স্কচ টেপে মোড়ানো একটি লাঠি আকৃতির বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরের বে নম্বর-১২ এর পাশে রাখা ডাস্টবিন থেকে স্কচটেপে মোড়ানো একটি বার আকৃতির বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে বার আকৃতির বস্তু খুলে ৩০টি সোনার বার পাওয়া যায়। যার আনুমানিক ওজন ৩ দশমিক ৪৮০ কেজি এবং বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা।