
বাংলাদেশের ক্রিকেট দল বিশ্বে অঙ্গনে তাদের সাফল্য দেখালে কে না আনন্দ প্রকাশ করে। বিশ্বে দেশের নাম উজ্বল করলে দেশের সকল মানুষ গর্ব বোধ করবে এটাই স্বাভাবিক। আর যখন মাঠে তাদের ব্যর্থতা দেখা যায় তখন দেশের মানুষ কষ্ট পায়। দেশকে ভালাবাসা আর দেশের ক্রিকেট, ফুটবলসহ সকল খেলোয়ারদের সাফল্য দেখলে আনন্দে বুক ভরে যায় সকল দেশ প্রেমিক মানুষের। বিষয়টি নিয়ে সা/মাজিক যোগাযোগ মাধ্যমে এ/কটি স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. আসিফ নজরুল পা/ঠকদের জন্য হুবহু দে/ওয়া হলো।
বাংলাদেশ ক্রিকেট দল হারলে মন খারাপ করে চুপ হয়ে থাকি। কিন্তু জিতলে তো আনন্দ প্রকাশ না করে পারিনা। দেশটা যে আমার!
সাবাস বাংলাদেশ, আজকের বিজয়ের জন্য।
প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য দেখলে আনন্দে বুক ভরে যায় মন্তব্য করেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. আসিফ নজরুল। তিনি আরও বলেন, দল খারাপ করলে হয়তো কষ্ট হয় কিন্তু ভালো করলে আনন্দ করতে ভুল করি না।